রাইট এন্ড গ্রু https://www.wewritengrow.com/2023/01/blog-post_23.html

ফিফা এর পূর্ণরূপ কি - ফিফা এর সদর দপ্তর কোথায়

 

ফিফা হল একটি আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা। আমরা শুধু ফিফা নাম শুনেছি অনেকেই ফিফা এর পূর্ণরূপ কি এবং ফিফা এর বর্তমান সভাপতি কে কি তা জানি না। তাই আজ আমরা নিয়ে চলে এসেছি ফিফা এর পূর্ণরূপ কি এবং ফিফা এর সদর দপ্তর কোথায়। ফিফা এর পূর্ণরূপ কি বা ফিফা সম্পর্কে অনেক তথ্য পেতে চান আমাদের সাথেই থাকুন। 

ফিফা হল একটি আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা যেটি অ্যাসোসিয়েশন ফুটবল, ফুটসাল এবং বিচ সকার পরিচালনা করে এবং প্রচার করে। এটি ফুটবল বিশ্বকাপ এবং ফিফা মহিলা বিশ্বকাপের মতো সমস্ত বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজনের করে। ১৯৩০ সাল থেকে এটি ফিফা বিশ্বকাপের আয়োজন করছে এবং ১৯৯১ সাল থেকে এটি মহিলা বিশ্বকাপের আয়োজন করছে। ফিফা এর পুরো নাম কি, ফিফা এর গান, ফিফা এর বর্তমান প্রেসিডেন্ট কে, ফিফা এর বর্তমান সভাপতি কে এবং ফিফা এর পূর্ণরূপ কি জানতে আমাদের পোস্ট টি বিস্তারিত পড়ুন।    

সূচিপত্রঃ ফিফা এর পূর্ণরূপ কি - ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত 

ফিফা এর পূর্ণরূপ কি (FIFA)

ফিফা হলো ফরাসী ভাষার শব্দ। এর পূর্ণরূপ হলো "Federation Internationale de Football Association"। এখন প্রশ্ন ইংরেজিতে ফিফা এর পূর্ণরূপ কি বা ফিফা এর পুরো নাম কি? তা হলো International Federation of Association Football নামে পরিচিত। ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল ২১ মে ১৯০৪ সালে। বেলজিয়াম, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, স্পেন এবং সুইজারল্যান্ড ছিল ফিফার প্রতিষ্ঠাতা সদস্য। ফুটবলের ক্রমাগত উন্নতিই  ছিল এর লক্ষ্য। 

আরো পড়ুনঃ মাসে ৩০ হাজার টাকা আয় করার ২০ টি সেরা ও কার্যকরী উপায়  

ফিফা ১৯০৪ নামে একটি মাসিক ম্যাগাজিনও প্রকাশ করে। এটি একটি প্রিন্ট সংস্করণ এবং একটি বিনামূল্যে অনলাইন সংস্করণ উভয় হিসাবেই প্রকাশিত হয়। ম্যাগাজিনটিতে ৬৮ - পৃষ্ঠা রয়েছে যাতে সারা বিশ্ব থেকে ফুটবল সম্পর্কিত গভীর সব গল্প আছে। তবে এর প্রধান ফোকাস ফিফার প্রকল্প এবং কার্যক্রম, ইভেন্ট, প্রতিযোগিতা, ফিফা এর গান এবং সদস্য সমিতিগুলির উপর। প্রিন্ট সংস্করণটি ফিফার সমস্ত কনফেডারেশন এবং সদস্য সমিতির জন্য বিনামূল্যে পাওয়া যায়। অনলাইন সংস্করণটি ফিফা.কম এ সমস্ত ফুটবল ভক্তদের জন্য বিনামূল্যে পাওয়া যায়।  

উপরন্তু, FIFA কোড অফ এথিক্সের সম্ভাব্য ভাঙ্গা তদন্তের জন্য ফিফার একটি স্বাধীন নীতিশাস্ত্র কমিটি রয়েছে। ২০২১ সালে ফিফা এর দুটি পৃথক চেম্বারে বিভক্ত করে। তদন্তকারী চেম্বার এবং বিচারক চেম্বার। FIFA - এর নীতিশাস্ত্র নীতি কমিটির সমস্ত কার্যক্রম এবং সিদ্ধান্তের ভিত্তি প্রদান করে।    

ফিফার অধীনে ছয়টি মহাদেশীয় কনফেডারেশন আছে

ফিফা সম্পর্কে আমাদের সবার মনে অনেক ধরনের প্রশ্ন আসে যেমন, ফিফা এর পূর্ণরূপ কি, ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত, ফিফা এর বর্তমান প্রেসিডেন্ট কে এবং ফিফা এর বর্তমান সভাপতি কে? ফিফা এর পুরো নাম কি এবং ফিফা এর গান আমরা চেষ্টা করব আপনাদের মনের এই সব ধরনের প্রশ্ন এর উত্তর দেওয়ার। 

আরো পড়ুনঃ অনলাইনে কোটি টাকা আয় করার ২০ টি সেরা পদ্ধতি   

  • AFC - এশিয়ান ফুটবল কনফেডারেশন 
  • CAF - আফ্রিকান ফুটবল কনফেডারেশন 
  • CONCACAF - উত্তর, মধ্য আমেরিকান এবং ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন ফুটবলের কনফেডারেশন
  • CONMEBOL - কনফেডারেশন সুদামেরিকানা ডি ফুটবল
  • OFC - ওশেনিয়া ফুটবল কনফেডারেশন
  • UEFA - ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ইউনিয়ন

ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত

ফিফা এর সদর দপ্তর জুরিখে এবং সুইস আইন দ্বারা পরিচালিত হয়। ২১১ টি জাতীয় সমিতি ফিফার সদস্য। জুলাই ২০১৭ পর্যন্ত জিয়ান্নি ইনফ্যান্টিনো ফিফার সভাপতি। ফিফা এর পুরো নাম কি, ফিফা এর গান, ফিফা এর পূর্ণরূপ কি এবং ফিফা মানে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিস্টহান। ফিফা এর বর্তমান সভাপতি কে ও ফিফা এর সদর দপ্তর সুইজারল্যান্ড এর জুরিখ শহরে অবস্থিত। ফিফার সব খেলার অনুষ্ঠান গুলো ফিফা বিশ্বকাপ আয়োজন ও দেখা শুনা করে থাকে।    

পুরুষদের ফিফা বিশ্বকাপ বিজয়ী দল

বছর

বিজয়ী দল 

১৯৩০

উরুগুয়ে

১৯৩৪

ইতালি

১৯৩৮

ইতালি

১৯৫০

উরুগুয়ে

১৯৫৪

পশ্চিম জার্মানি

১৯৫৮

ব্রাজিল

১৯৬২

ব্রাজিল

১৯৬৬

ইংল্যান্ড

১৯৭০

ব্রাজিল

১৯৭৪

পশ্চিম জার্মানি

১৯৭৮

আর্জেন্টিনা

১৯৮২

ইতালি

১৯৮৬

আর্জেন্টিনা

১৯৯০

পশ্চিম জার্মানি

১৯৯৪

ব্রাজিল

১৯৯৮

ফ্রান্স

২০০২

ব্রাজিল

২০০৬

ইতালি

২০১০

স্পেন

২০১৪

জার্মানি

২০১৮

ফ্রান্স

ফিফা এর বর্তমান প্রেসিডেন্ট কে 

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) এর সভাপতিদের তালিকা নিচে দেওয়া হল। বর্তমান রাষ্ট্রপতি হলেন সুইস - ইতালীয় জিয়ান্নি ইনফ্যান্টিনো, ২৬ ফেব্রুয়ারি ২০১৬ এ ফিফা কংগ্রেসের একটি অসাধারণ অধিবেশনে নির্বাচিত হন। 

আরো পড়ুনঃ কমলা খাওয়ার ৭ টি উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত 

তার নির্বাচনের আগে ক্যামেরুনিয়ান ইসা হায়াতু ৮ অক্টোবর ২০১৫ - এ সেপ ব্লাটারের অভিশংসনের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। যা ২১ ডিসেম্বর ২০১৫- এ সমস্ত ফুটবল সম্পর্কিত কার্যকলাপ থেকে ছয় বছরের নিষেধাজ্ঞার পরে।    

ফিফা এর পূর্ণরূপ কি - শেষ কথা 

পৃথিবীর সব মানুষ পাঁচ বছর পর পর খুব আগ্রহের সাথে অপেক্ষা করে থাকে ফিফা বিশ্বকাপ এর জন্যে। তাই ফিফা সম্পর্কে আমাদের মধ্যে অনেক ধরনের জানার ইচ্ছা থাকে। ফিফা এর পূর্ণরূপ কি, ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত, ফিফা এর বর্তমান সভাপতি কে, ফিফা এর পুরো নাম কি, ফিফা এর গান এবং ফিফা এর বর্তমান প্রেসিডেন্ট কে আরো অনেক কিছু। আজ আমরা চেস্টা করেছি আপনাদের সব প্রশ্নের উত্তর এই পোস্ট এ। আশা করছি আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পাবেন। তাই বিস্তারিত জানতে আমাদের পোস্টটি ভাল ভাবে পড়ুন। [job id=22498]


পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

অর্ডিনারি আইটি কী?