রাইট এন্ড গ্রু https://www.wewritengrow.com/2023/01/blog-post_17.html

ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি - ছেলেদের ফেসিয়াল করার নিয়ম

আপনি কি ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি বা ছেলেদের ফেসিয়াল করার নিয়ম সম্পর্কে জানতে চান? তাহলে ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আর্টিকেলটিতে জানতে পারবেন ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।

বর্তমানে ছেলেদের ফেসিয়াল করা পার্লার তৈরি হয়েছ অনেক। নিজেকে স্মার্ট সুদর্শন হিসেবে গড়ে তোলার জন্য বর্তমানে অনেক ছেলেরাই ফেসিয়ালের সাপোর্ট নিচ্ছেন। ছেলেদের ফেসিয়াল করার নিয়ম এই পোস্ট টিতে ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

পোস্ট সূচিপত্রঃ ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি - ছেলেদের ফেসিয়াল করার নিয়ম

ছেলেদের ফেসিয়াল ক্রিমের নাম 

ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি সম্পর্কে আমরা অনেকেই জানিনা। তাই প্রথমেই জেনে নিই ছেলেদের ফেসিয়াল ক্রিমের নাম। বর্তমানে ছেলেদের ফেসিয়াল করা জন্য বিভিন্ন রকমের ফেসিয়াল ক্রিম বাজারে এসেছে। এরমধ্যে আয়ুর কোম্পানির ফেসিয়াল প্যাক গুলো খুব ভালো। এর প্রাইস ৬০ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত হয়। এছাড়াও সাহনাজ হোসেন-এর ফেসিয়াল কিট কিনতে পারেন। এটার প্রাইজ একটু বেশি। প্রায় ৯০০ টাকা । এছাড়াও ছেলেদের ফেসিয়াল করার জন্য নতুন ব্র্যান্ডের ফেসিয়াল ক্রিম প্রতিনিয়ত বাজারে আসছে। আপনার ত্বক অনুযায়ী দেখে শুনে বুঝে ফেসিয়াল ক্রিম কিনতে পারবেন।

ছেলেদের ফেসিয়াল প্যাক 

ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি এই আর্টিকেলে এবার আমরা জানবো ছেলেদের ফেসিয়াল প্যাক সম্পর্কে। ছেলেদের ফেসিয়াল করার জন্য বাজারে নিত্যনতুন ফেসিয়াল প্যাক আসতেছে। ফেসিয়াল প্যাক আমরা যে টাই ব্যবহার করি না কেন ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে হবে। না হলে ত্বকে নানা সমস্যা দেখা দেবে। যেমন ফেসিয়াল প্যাক এর মধ্যে চন্দনের প্যাক খুবই উপকারি। 

এটি রোদে পোড়া ভাব কমাতে কার্যকরী ভূমিকা পালন করে। যাদের ত্বক শুষ্ক তারা সানবার্ন ফেসিয়াল করতে পারেন এতে অনেক উপকার পাবেন। তৈলাক্ত ত্বকের জন্য এলোভেরা ও গোল্ড ফেসিয়াল খুব কার্যকর। ব্রণের সমস্যা এটা খুবই কমন এক সমস্যা। যাদের ত্বকে ব্রণ আছে তারা আয়ুর্বেদিক ফেসিয়াল করে নিতে পারেন। মোটকথা আপনার ত্বক হেলদি রাখতে ফেসিয়াল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই নিয়মিত ফেসিয়াল করুন সুন্দর থাকুন।

ছেলেদের ত্বকের ফেসিয়াল 

ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি সম্পর্কে আমাদের অনেকেরই ধারনা নেই। তাই আর্টিকেলের এ পর্যায়ে আমরা জেনে নিব ছেলেদের ত্বকের ফেসিয়াল সম্পর্কে। ত্বক নিয়মিত পরিষ্কার এর পাশাপাশি ফেসিয়ালের গুরুত্ব অপরিসীম। বেশিরভাগ সময় ছেলেদের বাইরে সময় কাটাতে হয়। নিয়মিত বাহিরে থাকায় ছেলেদের ত্বক হয়ে ওঠে খসখসে, অমসৃণ, নিস্তেজ। তাই ফেসিয়াল এর পাশাপাশি ত্বকের প্রয়োজন এক্সট্রা যত্নের। 

আরো পড়ুন ৯ উপায়ে কিভাবে সুন্দর হওয়া যায়

যেমন রাস্তায় বের হলে ফেস মাস্ক ব্যবহার করলে ধুলাবালি কম লাগে যার ফলে আমাদের ত্বক সুন্দর থাকে। এছাড়াও সূর্যের তাপ থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করা উচিত যেটা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করবে। ধুলাবালি থেকে বাঁচাতে না পারলেও নিয়মিত ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। তারপর মশ্চারাইজার ব্যবহার করতে পারেন। যেহেতু ধুলাবালি আমাদের ত্বকের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে সেক্ষেত্রে ধুলাবালি থেকে বাঁচতে নিয়মিত ভেজা টিস্যু ব্যবহার করুন।

ছেলেদের ফেসিয়াল খরচ 

ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি আর্টিকেলের এ পর্যায়ে আমরা জানবো ছেলেদের ফেসিয়াল খরচ। তারুণ্য ধরে রাখতে ফেসিয়ালের বিকল্প কিছু নেই। বর্তমানে মেয়েদের পাশাপাশি ছেলেরাও ফেসিয়ালের অনেক আগ্রহী হয়ে উঠেছে। দেখা যাচ্ছে ছেলেরা সেলুনে ফেসিয়াল করছে অনেক টাকা ব্যয় করে। কিন্তু আপনি পার্লারের মত ফেসিয়াল ঘরে বসে করতে পারবেন তাও চারভাগের একভাগ খরচ দিয়ে।

ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি এই আর্টিকেলের এ পর্যায়ে ছেলেদের ফেসিয়াল করার নিয়ম সম্পর্কে জেনে নিন।

প্রথম ধাপ, আপনাকে ভালোভাবে ত্বক পরিষ্কার করতে হবে সেটা সাবান বা ফেসওয়াশ যেটাই হোক না কেন। এরপর টমেটো বা একটুকরো আলু স্লাইস করে কেটে মুখে ঘষে নিয়ে ধুয়ে ফেলুন।

দ্বিতীয় ধাপঃ এ ধাপে আপনাকে স্ক্রাব করতে হবে। চালের গুঁড়োর সাথে পরিমাণমতো লেবুর রস দিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্ট টি মুখে আলতোভাবে তিন থেকে চার মিনিট ধরে ঘুষুন। মুখটি ধুয়ে ফেলুন। এবার খেয়াল করে দেখবেন আপনার মুখ অনেক সফট হয়ে গেছে।

তৃতীয় ধাপঃ এ পর্যায়ে আপনাকে একটি ফেস প্যাক লাগাতে হবে। বাটিতে একটুকরো কলা নিয়ে চামচ দিয়ে পিষে সেখানে টমেটোর রস যোগ করুন সেই সাথে এক চামচ অলিভ অয়েল দিন ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১০ থেকে ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আরো পড়ুন মসুর ডালের ১০ টি উপকারিতা এবং অপকারিতা

তৃতীয় ধাপঃ এ ধাপে আপনাকে টোনার লাগাতে হবে। কাঁচা দুধে তুলো ভিজিয়ে সেটা মুখে ঘষতে হবে। লক্ষ্য করলে দেখতে পাবেন তুলোতে মুখের সব ময়লা উঠে তুলো কালো হয়ে গেছে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

চতুর্থ ধাপঃ এ ধাপে আপনাকে একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এটাও আপনি ঘরোয়া উপায়ে করতে পারেন। যেমন এক চামচ অলিভ অয়েল কিংবা বাটার হাতে নিয়ে ১০ মিনিট ভালো করে মুখে মেসেজ করতে হবে। হয়ে গেল আপনার ফেসিয়াল। এই ফেসিয়াল এ কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নিয়মিত ফেসিয়ালে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল মসৃণ প্রাণবন্ত।

ছেলেদের মুখের ক্রিম ২০২২ 

বর্তমানে বাজারে ছেলেদের মুখের জন্য ভালো ব্র্যান্ডের অনেক ক্রিম এসেছে। কিছু দামি ব্র্যান্ডের ক্রিম এর নাম তুলে ধরা হলো

ভালো ব্রান্ডের ক্রিমের মধ্যে রয়েছে OLAY । এই ক্রিমটির দাম ৭৭০ টাকা। এই ক্রিমটি আপনার ত্বকের সাতটি সমস্যার সমাধান দিবে যেমন ত্বকের কালো দাগ, ছোপ, ভাজ, বলিরেখা ইত্যাদি।

আরেকটি ভালো ক্রিম হচ্ছে Lotus White Glow Skin Whitening & Brightning Gel Cream. এটি আপনার ত্বকের দাগ কমিয়ে আপনার ত্বক করে তুলবে উজ্জ্বল দীপ্তিময়। এ ক্রিম এর মূল্য প্রায় ৩০০ টাকা।

এছাড়াও রয়েছে গার্নিয়ার সানস্ক্রিন মশ্চারাইজার। যাদের ত্বক স্বাভাবিক ও শুষ্ক তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। তবে আপনি যখন যে ক্রিম ই ক্রয় করেন না কেন আপনার স্কিনের ধরন বুঝে ক্রয় করুন।

ছেলেদের নাইট ক্রিম 

ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি জনার সাথে জেনে নিয়ে নিন ছেলেদের নাইট ক্রিম সম্বন্ধে। বাজারে বহু ব্রান্ডের নাইট ক্রিম এসেছে। আপনার ত্বকের ধরণ, বয়স, উপাদান লিস্ট ইত্যাদি দেখে শুনে বুঝে নাইট ক্রিম কিনুন। নাইট ক্রিমের মধ্যে রয়েছে ওলে নাইট ক্রিম, হিমালয়া, লোটাস ইত্যাদি। যদিও এই ক্রিমগুলো মূল্য একটু বেশি সেহেতু আপনাকে উপকার ও খুব ভালো দিবে। তবে একটা কথাই বলবো সকলের উচিত ত্বক বুঝে ক্রিম ক্রয় করা।

আরো পড়ুন থানকুনি পাতা খাওয়ার ১০ টি উপায়

ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি এবং ছেলেদের ফেসিয়াল করার নিয়ম সম্বন্ধে আশা করছি বিস্তারিত জানতে পেরেছেন। ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি এই আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হন তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। ছেলেদের ফেসিয়াল করার পদ্ধতি আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন সুন্দর সুন্দর আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ২৩২৬১



পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

অর্ডিনারি আইটি কী?