আল্লাহ কি নিরাকার - আল্লাহ কোথায় আছেন
প্রিয় পাঠক আসসালামু আলাইকুম আল্লাহ কি নিরাকার না আল্লাহর আকার আছে এ বিষয়ে অনেকে অনেক কিছু ধারণা পোষণ করে থাকেন। তাই আজকের এই আর্টিকেল এ আলোচনা করব আল্লাহ কি নিরাকার না আল্লাহর আকার আছে। এই বিষয়ে যারা জানতে চান আজকের আর্টিকেলটি তাদের জন্য। তো চলুন জেনে নেওয়া যাক আল্লাহ কি নিরাকার না আল্লাহর আকার আছে।
আল্লাহ কি নিরাকার না আল্লাহর আকার আছে এবং আল্লাহ কোথায় আছেন আজকের আর্টিকেলে এ বিষয়ে আলোচনা করা হবে তাই যারা এ বিষয়ে জানতে চান তারা আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
পেজ সূচীপত্রঃ আল্লাহ কি নিরাকার - আল্লাহ কোথায় আছেন
- আল্লাহ দেখতে কেমন
- আল্লাহ কি নিরাকার
- আল্লাহ নিরাকার এর দলিল
- আল্লাহর কি দেহ আছে
- আল্লাহ অসীম
- আল্লাহ কোথায় আছেন
- আল্লাহর আকার সম্পর্কে ইসলাম কি বলে
- আল্লাহ কি নিরাকার - আল্লাহ কোথায় আছেনঃশেষ কথা
আল্লাহ দেখতে কেমন
আল্লাহর সৌন্দর্য আল্লাহ দেখতে কেমন সেটা আমরা কেউ জানিনা। অনেকেই ভেবে থাকেন আল্লাহ মানুষের মত কিন্তু না তিনি তার মতো তিনি কারো মতো নয়। এবং কেউ আল্লাহর মত নয়। আল্লাহর সৌন্দর্যের বর্ণনা এবং আল্লাহর কেমন সেটা কেউ জানেনা। তবে আল্লাহ কেমন সেটা সেদিনই জানা যাবে যেদিন আপনি জান্নাতে প্রবেশ করবেন। আশা করছি আল্লাহ দেখতে কেমন এই নিয়ে আপনাদের যে ধারণা ছিল তা বুঝতে পেরেছন।
আল্লাহ কি নিরাকার
অনেকে জানতে চান আল্লাহ কি নিরাকার আবার অনেকে মনে করেন আল্লাহ হয়তো নিরাকার কিন্তু না আল্লাহর আকার আছে আল্লাহ নিরাকার নয় কিন্তু আল্লাহ দেখতে কেমন আল্লাহর আকার কেমন সেটা এই পৃথিবীর কেউ জানে না। এবং এই পৃথিবীতে কেউ কখনো আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহর আকার কেমন সেটা একমাত্র আল্লাহই জানে সেটা কোন মানুষ দেখতে বা জানতে পারে না।
আরো পড়ুনঃ ২০+ নামাজের নিয়ম - পূর্ণাঙ্গ নামাজ পড়ার নিয়ম ছবি সহ
আল্লাহর আকার কেমন সেটা একমাত্র দেখা যাবে যারা জান্নাতে যাবে তারা আল্লাহর আকার দেখতে পাবে তবে আল্লাহর আকার দেখতে পাবে কিছু সময়ের জন্য বিজলী চমকানো যে সময়টুকু থাকে সেই সময় আল্লাহর জান্নাতে বান্দাদের দেখা দিবেন। এর থেকে কি বোঝা গেল এর থেকে বোঝা গেল আল্লাহ নিরাকার নয় আল্লাহর আকার আছে অবশ্যই কিন্তু সেটা পৃথিবীর কেউ জানে না বা দেখেনি। আশা করছি বুঝতে পারছেন আল্লাহ কি নিরাকার না আল্লাহর আকার আছে।
আল্লাহ নিরাকার এর দলিল
উপরের অংশ পড়ে বুঝতে পারলেন আল্লাহ কি নিরাকার না আল্লাহর আকার আছে। অবশ্যই আল্লাহর আকার আছে কিন্তু আল্লাহর আকার কেমন আল্লাহ দেখতে কেমন সেটা এই পৃথিবীর কেউ জানে না কারণ আল্লাহকে কেউ দেখতে পারবেনা এবং দেখেনি। কোন মুসলমান আল্লাহ কি নিরাকার বলতে পারেনা যে আল্লাহ কি নিরাকার বলবে সে মুসলমানের কাতারে পড়ে না।
অন্য ধর্মের লোকেরা হয়ত আল্লাহ কে নিরাকার হিসেবে বলে থাকে কিন্তু সবাই এমনটা বলে না আল্লাহর যে আকার আছে সেটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ নিরাকার নয় সেটা একমাত্র জান্নাতে গেলে আল্লাহর আকার দেখা যাবে তবে কিছু সময়ের জন্য। তাই বলা যায় আল্লাহ নিরাকার যে এ কথাটি বলবে সে ভুল। এখন আমরা নিচের অংশে জানবো আল্লাহর কি দেহ আছে কিনা।
আল্লাহর কি দেহ আছে
আল্লাহর কি দেহ আছে এই কথা অনেকেই জানতে চান আবার অনেকেই বলেন আল্লাহর দেহ আছে আল্লাহর দেহ আছে কি নেই সেটা কোনো মানুষ বলতে পারবেনা। কিন্তু আল্লাহর আকার আছে এটা বলা যাবে কারণ আল্লাহর অবশ্যই আকার আছে কিন্তু আল্লাহর আকার কেমন সেটা কেউ কখনো দেখেনি বা এই পৃথিবীতে কখনো দেখতে পাবেনা।
আরো পড়ুনঃ জিলহজ মাসের রোজা রাখার ফযিলতের বিস্তারিত জেনে নিন
তাই আল্লাহর দেহ আছে কিনা বলা যাবে না। আল্লাহর হয়তো দেহ আছে কিন্তু তা আমাদের মত নয় এবং আল্লাহর দেহ আল্লাহর হাত পা আমাদের মত না। তাই কেউ কখনো বলতে পারবে না আল্লাহর দেহ আল্লাহর হাত পা আল্লাহর শরীর মানুষের মত। আল্লাহর দেহ কেমন আল্লাহ দেখতে কেমন সেটা একমাত্র মৃত্যুর পরে যখন জান্নাতে যাওয়া যাবে তখনই দেখতে পাওয়া যাবে। অনেকে বলে থাকে আল্লাহর চেহারা বা আল্লাহর দেহ মানুষের মত এটা সম্পূর্ণ ভুল কথা। আশা করছি বুঝতে পারছেন আল্লাহর দেহ সম্পর্কে।
আল্লাহ অসীম
আল্লাহর কি নিরাকার না আল্লাহর আকার আছে তা ইতো মধ্যে জানতে পেরেছেন এরপরে আমরা জানবো আল্লাহ কোথায় আছেন কিন্তু তার আগে চলুন জেনে নেয়া যাক আল্লাহর অসীম এই সম্পর্কে। আল্লাহর অসীম ক্ষমতার অধিকারী আল্লাহর সকল কিছুর মালিক। আল্লাহর অসীম এবং আল্লাহর গুনগান গেয়ে শেষ করা যাবে না। আল্লাহর অসীম ক্ষমতা আল্লাহ চাইলে সব করতে পারে।
আল্লাহ কত অসীম সেটা চারিপাশে আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য করলেই বুঝা যায়। আল্লাহ কত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন তা দেখলে বুঝা যায় আল্লাহ কত অসীম। কত সুন্দর করে এই প্রকৃতি পশুপাখি সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি অসীম কত সুন্দর করে আসমান যমীন সৃষ্টি করেছন। কত সুন্দর করে আসমান বিনা খুঁটিতে রেখেছেন এটা লক্ষ্য করলেই এবং এটা নিয়ে ভাবলেই বুঝা যায় আল্লাহ কত অসীম।
আল্লাহ অসীম আল্লাহ দয়ালু আল্লাহর দয়া কোন শেষ নেই আপনি যতই পাপ করে থাকেন আল্লাহর কাছে যদি একবার ক্ষমা প্রার্থনা করেন তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। তাহলে এর থেকে বোঝা যায় আল্লাহ কত অসীম। আল্লাহ অসীম আল্লাহর কোন শরীক নেই। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবলেই বুঝা যায় আল্লাহ কত অসীম।
আল্লাহ কোথায় আছেন
আল্লাহ কি নিরাকার না আল্লাহর আকার আছে তা ইতোমধ্যে জানতে পেরছেন কিন্তু অনেকে জানতে চান আল্লাহ কোথায় আছে বা আল্লাহ কোথায় থাকে।আল্লাহ কোথায় আছেন এই বিষয়ে যারা জানতে চান আজকের পোস্ট এর এই অংশটি তাদের জন্য তো চলুন জেনে নিন আল্লাহ কোথায় আছেন বা থাকেন।
আরো পড়ুনঃ কেউ আলহামদুলিল্লাহ বললে উত্তরে কি বলতে হয় জেনে নিন
আল্লাহ আরশে আসেন কিন্তু আল্লাহ দেখতে কেমন এবং কিভাবে আরশে থাকেন তা আমরা কেউ জানি না। আল্লাহ একমাত্র জানেন আল্লাহ কেমনে থাকেন।আল্লাহ সকল কিছু সৃষ্টির আগে থেকে আছেন এবং ভবিষ্যৎতেও থাকবেন কিন্তু তিনি আরশে কেমনে থাকেন বা আছেন সেটা একমাত্র তিনিই জানেন।আশা করি বুঝতে পারছেন আল্লাহ কোথায় আছেন।
আল্লাহর আকার সম্পর্কে ইসলাম কি বলে
আল্লাহ কি নিরাকার না আল্লাহর আকার আছে যদি কথা বলেন তাহলে বলবো হ্যাঁ অবশ্যই আল্লাহর আকার আছে আল্লাহ নিরাকার নয়। আল্লাহর আকার সম্পর্কে ইসলাম কি বলে আল্লাহর আকার আছে ইসলাম সেটাই বলে তবে আল্লাহর আকার কেমন সেটা কখনো কেউ বলতে পারবেনা। কেউ যদি আল্লাহকে নিরাকার বলে তাহলে সেটা হলো কুফরী করা। তাই বলা যায় আল্লাহর আকার সম্পর্কে ইসলাম বলে আল্লাহর আকার আছে। আশা করি বুঝতে পারছেন আল্লাহর আকার সম্পর্কে ইসলাম কি বলে।
আল্লাহ কি নিরাকার - আল্লাহ কোথায় আছেনঃশেষ কথা
প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেলে আলোচনা করা হলো আল্লাহ দেখতে কেমন আল্লাহ কি নিরাকার আল্লাহ নিরাকার এর দলিল আল্লাহর কি দেহ আছে আল্লাহর অসীম আল্লাহ কোথায় আছেন আল্লাহর আকার সম্পর্কে ইসলাম কি বলে এই সকল বিষয় হয়তো খুব ভালোভাবে জানতে পেরেছেন। আল্লাহ কি নিরাকার এবং আল্লাহ কোথায় আছে আজকের এই আর্টিকেল পড়ার পরে যদি আপনার এই বিষয়ে আরো কোন কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং এই রকম আরো নতুন নতুন আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ২৩৩৫৭
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন