টনসিল ফেটে গেলে কি হয় - টনসিল কি কেন হয়
টনসিল ফেটে গেলে কি হয় এবং টনসিল কি কেন হয় তা নিয়ে আমাদের আজকের আর্টিকেলে আলোচনা করা হবে। টনসিল লক্ষণ গুলো সম্পর্কে অনেকেই জানেন না। আজকে আমি টনসিল ফেটে গেলে কি হয় ও টনসিল কি কেন হয়, টনসিল লক্ষণ গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। টনসিল ফেটে গেলে কি হয় ও টনসিল কি কেন হয় তা জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
টনসিল ফেটে গেলে কি হয় ও টনসিল কি কেন হয়, টনসিল লক্ষণ গুলো ছাড়াও এই আর্টিকেলের মাধ্যমে আপনি আরো জানতে পারবেন টনসিল পেকে গেলে করণীয়, টনসিল ফুলে গেলে করণীয়, টনসিল হলে কি কি সমস্যা হয় তা সম্পর্কে।
পেজ কনটেন্ট সূচিপত্র: টনসিল ফেটে গেলে কি হয় - টনসিল কি কেন হয়
টনসিল কি কেন হয়
টনসিল জন্ম থেকেই আমাদের প্রত্যেকের গলায় ই থাকে। টনসিল নতুন করে হয় না। আমাদের গলার ভেতরে জিহ্বার পেছনে অনেক গুলো টনসিল থাকে। এই টনসিলে কোনো কারণে ইনফেকশন হওয়াকে টনসিলিটিস বলে। আমাদের মুখ হা করলে জিহ্বার পেছনে যে টনসিল ২ টা দেখতে পাই সেই টনসিল দুটোকেই আমরা সাধারণত টনসিল বলে জানি।
টনসিল যেকোনো বয়সেই হতে পারে। তবে টনসিলের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই শিশুদের এবং মধ্য বয়স্ক দের বেশি হয়ে থাকে। এখন আপনারা যারা প্রশ্ন করেছেন টনসিল কি কেন হয়। তাদেরকে বলবো যে আমি আগেই বলেছি ছোটবেলা থেকেই একজন মানুষের যদি টনসিল অপারেশন করে ফেলে না দেয়া হয় তাহলে টনসিল থেকে যায়।
আরো পড়ুন: বিশ্ব মানবাধিকার দিবস - বিশ্ব মানবাধিকার দিবস কোনটি
টনসিল কি কেন হয় প্রশ্নটি আসলে ঠিক নয়। প্রশ্ন টা আসলে এভাবে হওয়া উচিত ছিল যে টনসিল ইনফেকশন বা টনসিলের সমস্যা কেন হয় বা টনসিল বড় কেন হয়। টনসিল নতুন করে হয়না এটি সবারই থাকে। শুরুতেই জানবো টনসিল কি কেন হয়। চলুন তাহলে দেখে নেই টনসিল কি কেন হয়:
টনসিল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে থাকে। আমাদের মুখের মধ্যে যখন কোনো জীবানু যায় তখন তা গলায় ইনফেকশন তৈরি করে। টনসিল যখন বুঝতে পারে যে গলায় ইনফেকশন তৈরি হয়েছে তখন ইমিউন তৈরি করতে গিয়ে ফুলে যায়।
অনেকের ক্ষেত্রে এভাবে বারবার ইনফেকশন হওয়ার ফলেও টনসিল ফুলে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে বারবার ইনফেকশনের ফলে টনসিল ছোট হয়ে যেতে পারে। টনসিল কি কেন হয় তা হয়তো আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন। পরবর্তীতে আরো জানতে পারবেন টনসিল ফেটে গেলে কি হয়, টনসিল লক্ষণ, টনসিল হলে কি কি সমস্যা হয়, টনসিল পেকে গেলে করণীয়, টনসিল ফুলে গেলে করণীয়। টনসিল লক্ষণ, টনসিল ফুলে গেলে করণীয়, টনসিল হলে কি কি সমস্যা হয় সেগুলো জানতে আমাদের সাথেই থাকুন।
টনসিল হলে কি কি সমস্যা হয়। টনসিল লক্ষণ বা টনসিল ফেটে গেলে কি হয়
টনসিল কি কেন হয় তা আপনাকে পূর্বেই বলা হয়েছে। এখন আমি বলবো টনসিল ফেটে গেলে কি হয় বা টনসিল হলে কি কি সমস্যা হয়। চলুন তাহলে দেখে নেই টনসিল ফেটে গেলে কি হয় বা টনসিল হলে কি কি সমস্যা হয়। টনসিল ফেটে গেলে কি হয় বা টনসিল হলে কি কি সমস্যা হয়:
- গলা ব্যাথা হওয়া টনসিল লক্ষণ গুলোর মধ্যে অন্যতম
- গলায় ঘা হওয়া টনসিল লক্ষণ
- টনসিল হলে কি কি সমস্যা হয় তার মধ্যে একটি হলো শরীর ম্যাজ ম্যাজ করা
- টনসিল লক্ষণ গুলোর মধ্যে অনেক সময় কান ব্যথা হতে পারে
- কোষ্ঠকাঠিন্য
- নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়া টনসিল লক্ষণ
- ক্ষুধা না লাগা
- টনসিল লক্ষণ গুলো মধ্যে অন্যতম একটি হলো খেতে না পারা
- হঠাৎ করে ১০৩ ডিগ্ৰি এর ওপরে জ্বর ওঠা
- টনসিল ফুলে যাওয়া টনসিল লক্ষণ
- টনসিল লাল হয়ে যায়
- টনসিলের সাদা সাদা স্পট পরে
আরো পড়ুন: মোটা হওয়ার ১২ উপায় - মোটা হওয়ার ঔষধ - মোটা হওয়ার ব্যায়াম
টনসিল হলে কি কি সমস্যা হয় তা হয়তো আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন। এছাড়াও আরো বলেছি টনসিল হলে কি কি সমস্যা হয়।
টনসিল ফুলে গেলে করণীয়
টনসিল ফুলে গেলে করণীয় গুলো মেনে চলতে পারলে আপনার টনসিল ঠিক হয়ে যাবে। এজন্য আপনাকে টনসিল ফুলে গেলে করণীয় গুলো অবশ্যই জানতে হবে। টনসিল হলে কি কি সমস্যা হয় সেই টনসিল লক্ষণ গুলো প্রকাশ পেলে টনসিল ফুলে গেলে করণীয় গুলো পালন করতে হবে। তাই এখন আমি বলবো টনসিল ফুলে গেলে করণীয় গুলো কী। চলুন তাহলে দেখে নেয়া যাক টনসিল ফুলে গেলে করণীয়। টনসিল ফুলে গেলে করণীয়:
- সবসময় তরল খাবার খেতে হবে
- পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে
- ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে
- গরম পানির সাথে লবন মিশিয়ে গড়গড়া করা টনসিল ফুলে গেলে করণীয় গুলোর মধ্যে অন্যতম
- পুষ্টিকর খাবার খেতে হবে
- কোনোভাবেই যেন ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে
টনসিল ফুলে গেলে করণীয় গুলো আপনি হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এছাড়াও আপনাকে আরো বলা হয়েছে টনসিল হলে কি কি সমস্যা হয়। টনসিল পেকে গেলে করণীয় গুলো এরপর বলবো। টনসিল পেকে গেলে করণীয় গুলো জানতে আমাদের সাথেই থাকুন।
টনসিল পেকে গেলে করণীয়
টনসিল ফুলে গেলে করণীয় গুলো এতক্ষণে বলেছি। এখন জানতে পারবেন টনসিল পেকে গেলে করণীয়। কেননা এখন আমি বলবো টনসিল পেকে গেলে করণীয়। অনেকেই জানতে চেয়েছেন টনসিল পেকে গেলে করণীয়। চলুন তাহলে দেখে নেয়া যাক টনসিল পেকে গেলে করণীয়। টনসিল পেকে গেলে করণীয়:
আরো পড়ুন: ঘ্রাণশক্তি কমে গেলে ৫টি করণীয় - ঘ্রাণশক্তি কমে যাওয়ার ১০ কারণ
ডাক্তারে শরনাপন্ন হওয়ার আগ পর্যন্ত রোগী ঘরে বসে গরম পানির সাথে লবন মিশিয়ে গড়গড়া করতে পারেন। এটি সবচেয়ে কার্যকরী এবং টনসিল পেকে গেলে করণীয় গুলোর মধ্যে অন্যতম। প্রতিদিন ৩ বার ৫-১০ মিনিট করে গড়গড়া করতে হবে। এর পাশাপাশি গরম চা, কফি খেতে পারেন। আর প্যারাসিটামল জাতীয় ঔষধ সেবন করবেন। খুব বেশি সমস্যা না হলে টনসিল অপারেশন করা হয় না। এজন্য ডাক্তার দেখাবেন ডাক্তার আপনার টনসিল পরীক্ষা করে একটি সিদ্ধান্ত নিবেন বা ঔষধ দিবেন। টনসিল পেকে গেলে করণীয় গুলো আপনি হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন।
শেষ আলোচনা: টনসিল ফেটে গেলে কি হয় - টনসিল কি কেন হয়
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে জানানো হয়েছে টনসিল ফেটে গেলে কি হয়, টনসিল লক্ষণ, টনসিল কি কেন হয়, টনসিল পেকে গেলে করণীয়, টনসিল ফুলে গেলে করণীয়, টনসিল হলে কি কি সমস্যা হয় তা সম্পর্কে। আশাকরি আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন টনসিল ফেটে গেলে কি হয়, টনসিল লক্ষণ, টনসিল কি কেন হয়, টনসিল পেকে গেলে করণীয়, টনসিল ফুলে গেলে করণীয়, টনসিল হলে কি কি সমস্যা হয় তা সম্পর্কে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ২২০৭০
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন