কানের পর্দা ফেটে গেলে করণীয়
কানের পর্দা ফেটে গেলে করণীয় গুলো আজকের এই আর্টিকেলে জানতে পারবেন। আমাদের আশেপাশে প্রায়ই শোনা যায় কানের পর্দা ফেটে যাওয়ার কথা। এখন আমি আলোচনা করব এই কানের পর্দা ফেটে গেলে করণীয় গুলো তা নিয়ে। চলুন তাহলে দেখে নেয়া যাক কানের পর্দা ফেটে গেলে করণীয় গুলো কী।
কানের পর্দা ফেটে গেলে করণীয় গুলো ছাড়াও এই পোস্টের মাধ্যমে আপনি আরো জানতে পারবেন কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায় কানের পর্দা ফুটো হয়ে গেলে কি করবেন, কানের পর্দা ফেটে গেলে করণীয়, কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ, কানের পর্দা ফুটো অপারেশন, কানের পর্দা অপারেশনের পর করণীয়।
পেজ কনটেন্ট সূচিপত্র: কানের পর্দা ফেটে গেলে করণীয়
- কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায়
- কানের পর্দা ফুটো হয়ে গেলে কি করবেন
- কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ
- কানের পর্দা ফুটো অপারেশন
- কানের পর্দা অপারেশনের পর করণীয়
- শেষ কথা
কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায়
কানের পর্দা ফেটে যাওয়া আমাদের দেশে বহুল পরিচিত একটি রোগ। ছোট বড় সবারই কোন না কোন কারণে এই সমস্যা হতে পারে। এখন কথা হল কানের পর্দা ফেটে গেলে আমরা সেটা বুঝবো কিভাবে। অর্থাৎ কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায়। কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায় গুলো কি তা অনেকেই জানেন না। আজকে শুরুতেই আলোচনা করব কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায় গুলো কী।
কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায় জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কানের পর্দা ফেটে গেলে বোঝার উপায় গুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনি আপনার সমস্যা গুলোকে দিন দিন অবহেলা করতে করতে এক সময় আপনার অনেক বড় সমস্যা হতে পারে। কানের পর্দা একটি গুরুত্বপূর্ণ অংশ। কানের পর্দা না থাকলে আমরা শ্রবণ শক্তি হারিয়ে ফেলবো।
আরো পড়ুন: শরীর সম্পর্কে ১০টি অজানা তথ্য যা আপনিও জানেন না
এজন্য কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায় সম্পর্কে জানতে হবে। চলুন তাহলে দেখে নেই কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায় গুলো কি। কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায়:
- কানের পর্দা ফুটো হয়ে গেলে কান দিয়ে রক্ত পড়ে
- কানের পর্দা ফুটো হয়ে গেলে কানের ভিতর রক্ত পড়ার ফলে কিছু রক্ত জমাট বেঁধে আবার কানে ইনফেকশন হতে পারে
- কানের পর্দা ফুটো হয়ে গেলে কান দিয়ে পানি পড়া পুঁজ পড়ে
- কানের পর্দা ফুটো হয়ে গেলে শ্রবণ শক্তি কমে যায়
- কানের পর্দা ফুটো হয়ে গেলে মাথা ঘোরায় চারদিকে সব কিছু ঘুরছে এরকম মনে হয়
- কানের পর্দা ফুটো হয়ে গেলে অনেক সময় কানের মধ্যে ঝি ঝি, ভো ভো, খট খট শব্দ হয়
- কানের পর্দা ফুটো হয়ে গেলে কেউ কেউ আবার রোগী মানসিকভাবে বিষন্নতায় ভুগতে পারে
- কানের পর্দা ফুটো হয়ে গেলে অনেকের কোন কাজকর্মে মনোযোগ দিতে পারেনা রোগীর স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে
কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায় গুলো আশাকরি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আরো জানতে পারবেন কানের পর্দা অপারেশনের পর করণীয় গুলো কী, কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ, পর্দা ফুটো অপারেশন। কানের পর্দা অপারেশনের পর করণীয় গুলো, কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ, কানের পর্দা ফেটে গেলে সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।
কানের পর্দা ফুটো হয়ে গেলে কি করবেন বা কানের পর্দা ফেটে গেলে করণীয়
কানের পর্দা একবার ফেটে গেলে তা কিন্তু সারা জীবনের জন্য থেকে যায়। এজন্য কানের পর্দা ফেটে গেলে করণীয় গুলো জানতে হবে। অনেকেই আছে যারা কানের পর্দা ফুটো হয়ে গেলে আন্দাজে ওষুধ সেবন করেন কিংবা কানের ড্রপ দেন। কিন্তু এগুলো কিছুই করা যাবে না। কারণ কান আমাদের দেহের খুবই একটি একটি অঙ্গ। কানে কোন সমস্যা হলে আমরা শ্রবণ শক্তি হারিয়ে ফেলতে পারি।
কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায় গুলো টের পেলেই কানের পর্দা ফেটে গেলে করণীয় গুলো অবলম্বন করতে হবে। কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায় গুলো আমি পূর্বেই বলেছি। চলুন তাহলে কানের পর্দা ফেটে গেলে করণীয় গুলো দেখে নেই। কানের পর্দা ফেটে গেলে করণীয়:
কানের পর্দা ফুটো হয়ে গেলে যতদ্রুত সম্ভব নাক কান গলা বিভাগের অভিজ্ঞ কোন ডাক্তার দেখাতে হবে। ডাক্তার কানের পরীক্ষা নিরীক্ষা করে কোন একটা পরামর্শ দিবেন। রকি চল্লিশের কম হয় তাহলে কিছু নিয়মকানুন মানলেই কানের পর্দার ফুটো ঠিক হয়ে যাবে। যেমন কানে ড্রপ দেওয়া যাবে না, তেল দেওয়া যাবে না। গোসলের সময় তুলার সাথে তেল লাগিয়ে কানের ভিতর ঢুকিয়ে তারপরে গোসলে যেতে হবে।
আরো পড়ুন: রোজা রেখে চোখে ড্রপ - কানে ঔষধ দিলে রোযা ভাঙ্গবে কি
এর পাশাপাশি ডাক্তার যদি কোন এন্টিবায়োটিক ঔষধ কিংবা নাকের ড্রপ দেন সেগুলো লাগাতে হবে। কিন্তু আন্দাজে কোন ড্রপ লাগানো যাবে না বি ঔষধ সেবন করা যাবে না। অনেকে আবার কানের ভিতর থেকে পানি বা বোঝ পড়ার ফলে অসহ্য লাগার কারণে কানে খোঁচাখুঁচি করেন বা নাক বন্ধ করে কান দিয়ে শ্বাস বের করুন। এগুলো মোটেই করা যাবে না।
আর যদি কানে পর্দায় বড় কোন ফুটো হয় তাহলে ডাক্তাররা অনেক সময় পর্দা ফুটো অপারেশন করেন। এজন্য কানের পর্দা ফুটো হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আশাকরি কানের পর্দা ফেটে গেলে করণীয় গুলো জানতে পেরেছেন। এছাড়াও আপনাকে আরো বলা হয়েছে কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায় গুলো কী।
পরবর্তীতে আরো জানতে পারবেন কানের পর্দা অপারেশনের পর করণীয়, কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ, পর্দা ফুটো অপারেশন গুলো কী। পর্দা ফুটো অপারেশন, কানের পর্দা অপারেশনের পর করণীয়, কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ গুলো জানতে আমাদের সাথেই থাকুন।
কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ
কানের পর্দা ফেটে যাওয়া কোনো অবহেলা করার বিষয় নয়। কান খুব ই একটি সেনসিটিভ অঙ্গ। সামান্য কোনো আঘাত, চড়-থাপ্পরে, কানে কিছু ঢোকা ইত্যাদি কারণে কানের পর্দা ফেটে যেতে পারে। কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ লিখে অনেকেই গুগলে সার্চ দিয়ে থাকেন। কানের পর্দা ফেটে গেলে কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ তারা খুঁজছে।
কিন্তু আপনি কি ভেবেছেন কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ একটা খেয়ে নিলেই আপনার কানের পর্দায় জোড়া লেগে যাবে। কানের পর্দা ফেটে যাওয়ার সমস্যা বিভিন্ন রকমের হতে পারে। আপনার সমস্যাটি ছোট খাটো কোনো সমস্যা নাকি বড় কোনো সমস্যা তা না বুঝেই আগেই কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ খেলে পরবর্তীতে আরো বিপদ পড়তে পারেন।
কারণ আপনার পর্দা ফুটো অপারেশন লাগবে কি না তা তো আপনি ডাক্তার না দেখালে বুঝবেন না। প্রায় ই অনেকের ই পর্দা ফুটো অপারেশন করিয়ে ঠিক করতে হয়। পর্দা ফুটো অপারেশন সম্পর্কে পরবর্তীতে বলবো। তাই কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ না খাওয়াই ভালো।
আমি কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ এর নাম গুলো বলছি না। আপনার কানের পর্দা ফুটো হয়ে গেলে করণীয় হলো যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হন। আপনার জন্য এর চেয়ে ভালো আর কিছু ই হবে না।
কানের পর্দা ফুটো অপারেশন
পর্দা ফুটো অপারেশন এর আগে ডাক্তাররা কয়েক দিনের জন্য কিছু ওষুধ দিয়ে থাকেন অপারেশনের উপযোগী করার জন্য। এই ওষুধগুলো সেবনের ফলে রোগীর কান ভেতর থেকে শুকিয়ে যায়।
আরো পড়ুন: উ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ১০০০টির বেশি
কানের পিছন থেকে কানের পর্দা উঠানো হয়। তারপর সেই উঠানো পর্দাটি অপারেশন করে আবার ফুটোর জায়গায় বসানো হয়। এরপর এক মাসের মধ্যেই রোগীর কানের পর্দা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং রোগী ও সুস্থ হয়ে যাবে। কানের পর্দা ফুটো অপারেশন এর পর ডাক্তাররা কিছু কানের পর্দা অপারেশনের পর করণীয় দিয়ে থাকেন। পরবর্তীতে আমি কানের পর্দা অপারেশনের পর করণীয় গুলো নিয়ে আলোচনা করব। কানের পর্দা ফুটো অপারেশন জানতে আমাদের সাথেই থাকুন।
কানের পর্দা অপারেশনের পর করণীয়
কানের পর্দা ফুটো অপারেশন এর পর সম্পূর্ণ সুস্থ হতে হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কানের পর্দা ফুটো অপারেশন গুলো অবলম্বন করতে হবে। এখন আমি বলবো কানের পর্দা অপারেশনের পর করণীয় গুলো কী। চলুন তাহলে দেখে নেই কানের পর্দা অপারেশনের পর করণীয় গুলো কী। কানের পর্দা অপারেশনের পর করণীয়:
কানের পর্দা অপারেশনের পর করণীয় হলো কিছুটা সতর্কতার সাথে জীবনযাপন করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা। কানে যেন কোনো প্রকার পানি না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পুকুরে গোসল করা বন্ধ করতে হবে। অকারণে কানের ভেতর খোঁচাখুঁচি করা যাবে না। কানের পর্দা অপারেশনের পর করণীয় গুলো ঠিক মতো পালন করলেই আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।
শেষ কথা: কানের পর্দা ফেটে গেলে করণীয়
আমাদের আজকের আর্টিকেলটি এই পর্যন্তই। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল কানের পর্দা ফেটে গেলে বুঝার উপায় কানের পর্দা ফুটো হয়ে গেলে কি করবেন, কানের পর্দা ফেটে গেলে করণীয়, কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ, কানের পর্দা ফুটো অপারেশন, কানের পর্দা অপারেশনের পর করণীয়।
পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ফলে তারাও সতর্ক হতে পারবে কানের পর্দা জোড়া লাগানোর ঔষধ খাওয়া থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ২২০৭০
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন