রাইট এন্ড গ্রু https://www.wewritengrow.com/2022/12/blog-post_24.html

প্যারেনকাইমা টিস্যুর কাজ কি - প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য

প্যারেনকাইমা টিস্যুর কাজ কি এবং প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি তা হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। আপনি হয়তো প্যারেনকাইমা টিস্যুর নাম শুনেছেন। প্যারেনকাইমা টিস্যুর কাজ কি এবং প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি তা জানতে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। 

চলুন দেখে নেই প্যারেনকাইমা টিস্যুর কাজ কি এবং প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি।প্যারেনকাইমা টিস্যুর কাজ কি এবং প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য ছাড়াও আমি আরো বলবো  প্যারেনকাইমা টিস্যুর গঠন, প্যারেনকাইমা টিস্যুর উদাহরণ, কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়।

পেজ কনটেন্ট সূচিপত্র: প্যারেনকাইমা টিস্যুর কাজ কি - প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য 

প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য। প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি

প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি তা জানার আগে আমরা জানবো টিস্যু কি এবং প্যারেনকাইমা টিস্যু কি। আমরা জানি, টিস্যু হলো একগুচ্ছ কোষ যা একই উৎপত্তি স্থল থেকে উৎপন্ন হয়ে একই কাজ সম্পন্ন করে। প্রাণীর শরীরের টিস্যু গুলোকে বলে প্রাণী টিস্যু এবং উদ্ভিদ শরীরের টিস্যু গুলোকে বলে উদ্ভিদ টিস্যু।

প্যারেনকাইমা হলো এক ধরনের উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যুকে কোষ বিভাজনের ওপর ভিত্তি করে ২ ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো: ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। যে টিস্যুর কোষ গুলো বিভাজনে সক্ষম তাদেরকে ভাজক টিস্যু বলে। আর যে টিস্যুর কোষ গুলো বিভাজনে সক্ষম নয় তাদেরকে স্থায়ী টিস্যু বলে। কোন ধরনের কোষ দিয়ে তৈরি তার ওপর ভিত্তি করে স্থায়ী টিস্যুকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবি টিস্যু।

সরল টিস্যু: যে টিস্যুর সবগুলো কোষের আকার আকৃতি ও গঠনগত দিক থেকে একই ধরনের তাদের সরল টিস্যু বলে। জটিল টিস্যু: এই ধরনের টিস্যুর কোষ গুলোর উৎপত্তিস্থল ও কাজ একই কিন্তু তাদের গঠন ভিন্ন। নিঃস্রাবি টিস্যু: কোনো এক বিশেষ ধরনের পদার্থ নিঃসরণ করে।

এই সরল টিস্যুকে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্কেলেরেনকাইমা। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি। এতক্ষণ উদ্ভিদ টিস্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমি বলবো প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি। চলুন তাহলে দেখে নেই প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি:

প্যারেনকাইমা টিস্যু একটি সরল টিস্যু। তাই সরল টিস্যু গুলোর বৈশিষ্ট্য ই প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য। প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি: এই টিস্যুর কোষ গুলো গঠন ও আকার আকৃতি একই ধরনের এবং এদের কাজ ও একই  ধরনের, এদের প্রটোপ্লাজম রয়েছে, সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর রয়েছে। প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি আশাকরি তা বুঝতে পেরেছেন। কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়, প্যারেনকাইমা টিস্যুর কাজ কি এবং প্যারেনকাইমা টিস্যুর গঠন, প্যারেনকাইমা টিস্যুর উদাহরণ, সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।

কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয় 

প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি তা সম্পর্কে এতক্ষণে জেনেছি। এখন আমি বলবো কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়। আপনি কি জানেন কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়। চলুন তাহলে দেখে নেই কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়। কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়: 

সরল টিস্যু ছাড়াও আরো যে ২ টি টিস্যু রয়েছে। এগুলো হলো জটিল টিস্যু এগুলোর বৈশিষ্ট্য হলো যথাক্রমে এই ধরনের টিস্যুর কোষ গুলোর উৎপত্তিস্থল ও কাজ একই কিন্তু তাদের গঠন ভিন্ন এবং কোনো এক বিশেষ ধরনের পদার্থ নিঃসরণ করে। গঠন ভিন্ন প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়। আবার কোনো এক বিশেষ ধরনের পদার্থ নিঃসরণ করা প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়। 

আরো পড়ুন: আপনার শরীর যে অসাধারণ তার কিছু বিশেষ প্রমাণ

প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি এবং কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয় তা এতক্ষণে বলা হয়েছে। আশাকরি আপনি বুঝতে পেরেছেন কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়। এরপর আরো জানতে পারবেন প্যারেনকাইমা টিস্যুর গঠন কেমন এবং প্যারেনকাইমা টিস্যুর উদাহরণ।

প্যারেনকাইমা টিস্যুর গঠন 

কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয় তা এতক্ষণে জেনেছি। এখন আমি বলবো প্যারেনকাইমা টিস্যুর গঠন গুলো কি। চলুন তাহলে দেখে নেই প্যারেনকাইমা টিস্যুর গঠন সম্পর্কে। প্যারেনকাইমা টিস্যুর গঠন: 

  • প্যারেনকাইমা টিস্যুর গঠন হলো এরা জীবিত
  • প্যারেনকাইমা টিস্যুর কোষ গুলো গোলাকার, ডিম্বাকার এবং বহুভূজাকার 
  • অসংখ্য ছোট ছোট ভ্যাকুওল থাকে 
  • সমব্যাসীয় 
  • এদের কোষ প্রটোপ্লাজমপূর্ণ
  • প্যারেনকাইমা টিস্যুর গঠন এ এদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত
  • প্যারেনকাইমা টিস্যুর গঠন এ এদের কোষ প্রাচীর অপেক্ষাকৃত পাতলা প্যারেনকাইমা টিস্যুর কোষ গুলোর মাঝে মাঝে কিছু ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা স্থান গুলোকে আন্তঃকোষীয় ফাঁক বলে

ক্লোরেনকাইমা

এই প্যারেনকাইমা উদ্ভিদ কোষে যদি ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে তাহলে তাকে ক্লোরেনকাইমা বলে। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আছো তোমরা যারা এই ক্লোরেনকাইমাকে কোলেনকাইমার সাথে গুলিয়ে ফেলবেন। কোলেনকাইমা হলো এক ধরনের সরল স্থায়ী টিস্যু। ক্লোরেনকাইমাতে যেহেতু ক্লোরোফিল থাকে সেহেতু সেহেতু এটা ক্লোরেনকাইমা। ক্লোরোফিলের 'ক্লো' শব্দটি দিয়ে ক্লোরেনকাইমাকে মনে রাখবেন। তাহলে আর শিক্ষার্থীরা তোমরা ক্লোরেনকাইমা এবং কোলেনকাইমাকে গুলিয়ে ফেলবে না।

প্যারেনকাইমা

আর জলজ উদ্ভিদের ক্ষেত্রে অনেক প্যারেনকাইমা টিস্যুর কোষের মধ্যে অনেক বড় বড় বায়ুকুঠুরি অবস্থান করে। এই বায়ুকুঠুরি গুলোর কাজ হলো জলজ উদ্ভিদ গুলোকে ভেসে থাকতে সাহায্য করে। এই বড় বড় বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমা টিস্যু গুলোকে এরেনকাইমা টিস্যু বলে। এরেনকাইমাকে মনে রাখার সহজ একটি উপায় আমি এখন বলবো। 

এরেনকাইমা

এরেনকাইমাতে বায়ু কুঠুরি থাকে বায়ু শব্দটির ইংরেজি শব্দ এয়ার। এয়ার শব্দটির 'এ' এবং প্যারেনকাইমা থেকে 'রেনকাইমা' নিয়ে এরেনকাইমা শব্দটি তৈরি করা হয়েছে। 

প্রোসেনকাইমা ও এপিডারমিস

কিছু কিছু প্যারেনকাইমার কোষ প্রাচীর একটু মোটা হয়ে থাকে। এগুলোকে বলে প্রোসেনকাইমা। আর যে সমস্ত প্যারেনকাইমা উদ্ভিদ দেহে আবরণ বা ত্বক সৃষ্টি করে তাদেরকে বলে এপিডারমিস। যে সকল প্যারেনকাইমা রেচন পদার্থ, ক্ষনিজ পদার্থ, খাদ্য, জল ইত্যাদি সঞ্চয় করে রাখে তাদেরকে বলে স্টোরেজ প্যারেনকাইমা।

আরো পড়ুন: ব্রেস্ট ছোট করার ১০টি প্রাকৃতিক উপায় - ব্রেস্ট ছোট করার ঘরোয়া উপায়

আশাকরি কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়, প্যারেনকাইমা টিস্যুর গঠন সম্পর্কে আপনি জানতে পেরেছেন। প্যারেনকাইমা টিস্যুর উদাহরণ, গুলো জানতে আমাদের সাথেই থাকুন।

প্যারেনকাইমা টিস্যুর কাজ কি

প্যারেনকাইমা টিস্যুর গঠন সম্পর্কে এতক্ষণ বলেছি।এখন বলবো প্যারেনকাইমা টিস্যুর কাজ কি। অনেক শিক্ষার্থীরাই জানেনা যে প্যারেনকাইমা টিস্যুর কাজ কি। চলুন তাহলে দেখে নেই প্যারেনকাইমা টিস্যুর কাজ কি। প্যারেনকাইমা টিস্যুর কাজ কি :

  • প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হলো দেহ গঠন করা 
  • এরা উদ্ভিদের দেহের দৃঢ়তা প্রদান করতে এবং বিভিন্ন দূর্ঘটনা থেকে প্রতিরক্ষা করতে সাহায্য করে। কাইটিন যুক্ত প্যারেনকাইমা এই কাজ করে থাকে
  • ক্লোরেনকাইমা জাতীয় প্যারেনকাইমা গুলো খাদ্য তৈরি করতে পারে 
  • সালোকসংশ্লেষণে সাহায্য করে 
  • অ্যারেনকাইমা জাতীয় প্যারেনকাইমা গুলো জলজ উদ্ভিদ গুলোকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে থাকে 
  • কিছু কিছু প্যারেনকাইমা টিস্যু গুলো খাদ্য সঞ্চয় করে থাকে। এই প্যারেনকাইমা গুলো উদ্ভিদের ফল, মূল এবং বীজে অবস্থান করে 
  • খনিজ দ্রব্যের চলাচলে সাহায্য করে 

প্যারেনকাইমা টিস্যুর উদাহরণ 

আপনি কি প্যারেনকাইমা টিস্যুর উদাহরণ সম্পর্কে জানেন। প্যারেনকাইমা টিস্যুর উদাহরণ সম্পর্কে না জানলে মনোযোগ সহকারে পড়ুন। চলুন তাহলে দেখে নেই প্যারেনকাইমা টিস্যুর উদাহরণ গুলো কি। প্যারেনকাইমা টিস্যুর উদাহরণ:

আরো পড়ুন: টিউমার ভালো করার ৯টি উপায় - টিউমার প্রতিরোধের উপায়

প্যারেনকাইমা টিস্যুর উদাহরণ হলো উদ্ভিদের কান্ড, পাতা, মূল, ফুল, ফল সহ প্রত্যেকটি অংশ। উদ্ভিদের নরম অংশ গুলো প্যারেনকাইমা টিস্যুর উদাহরণ। উদ্ভিদের প্রায় ৭০% অংশ ই হলো এই প্যারেনকাইমা টিস্যু। প্যারেনকাইমা টিস্যু কে পূর্বসূরী বলা হয়। কারণ উদ্ভিদের শুরুতে এই প্যারেনকাইমা টিস্যু থাকে এবং পরবর্তীতে তা অন্যান্য টিস্যুতে পরিবর্তিত হয়। শৈবাল এবং মস জাতীয় উদ্ভিদ গুলো প্যারেনকাইমা টিস্যুর উদাহরণ।

শেষ কথা: প্যারেনকাইমা টিস্যুর কাজ কি - প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য 

এই ছিল আমাদের আজকের পোস্ট। আজকের এই পোস্টে আমি আপনাকে জানিয়েছি প্যারেনকাইমা টিস্যুর কাজ কি, প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য, প্যারেনকাইমা টিস্যুর উদাহরণ, প্যারেনকাইমা টিস্যুর গঠন, প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি, কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়। আশাকরি পোস্টটি পড়ে আপনি বুঝতে পেরেছেন প্যারেনকাইমা টিস্যুর গঠন কেমন, প্যারেনকাইমা টিস্যুর উদাহরণ এবং কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়।

পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি এবং কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ২২০৭০


পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

অর্ডিনারি আইটি কী?